করোনা পরিস্থিতিতে হাইকোর্টের নিয়মানুসারে এবছর পুজোর প্যান্ডেল গুলি হলো ‘নো এন্ট্রি জোন’। পুজো কমিটির সদস্য ছাড়া বিশেষ কারর প্রবেশ একেবারেই নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু সেলিব্রিটি আইনি নির্দেশ অবজ্ঞা মন্ডপে গিয়ে অঞ্জলি দেন। তাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছেন মামলাকারী অজয় কুমার দে’র আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
সুরুচি সংঘের প্রাঙ্গণে দুই সেলেব জুটির প্রবেশ ও অঞ্জলি দেওয়া নিয়ে যতো সমস্যার সূচনা হয়। অষ্টমীর সকালে বাঙালি সাজে সুরুচি সংঘে অঞ্জলি দেন নুসরত-নিখিল জৈন ও সৃজিত – মিথিলা। স্থানীয়দের মতে, তারা সেলেব বলেই প্যান্ডেলে ঢুকে অঞ্জলি সম্ভব হয়েছে। ঘটনাটি তারা ভালো ভাবে নেয়নি। নুসরত – নিখিলের বিয়ের পর এটি দ্বিতীয় পুজো ও সৃজিত – মিথিলার দাম্পত্য জীবনের প্রথম পুজো তাই অষ্টমীর অঞ্জলি তো মাস্ট। নুসরত ও নিখিল দুজনেই অন্য ধর্মের হলেও বিয়ের পর থেকেই দুর্গাপুজোয় তাদের হামেশাই দেখা যায়। এবারেও তার অন্যথা হয়নি। তবে এবছর সদস্য ছাড়া দর্শনার্থীদের প্রবেশ নিষেধ বলেই এই সেলেবদের নিয়ে গোল বাঁধে। নুসরত জাহান একজন সাংসদ হয়ে এমন কাজ কেন করলেন তা নিয়েও জল্পনার সৃষ্টি হয়।
পরে সূত্রের খবর থেকে জানা যায় নুসরত ও সৃজিত দুজনেই সুরুচির সদস্য। তাই তারা প্যান্ডেলে ঢুকে নাচ-গানে মেতে পুজো উপভোগ করেছেন। কিন্তু নিখিল ও সৃজিত পত্নী মিথিলা তো মেম্বার নন। এবার কি তবে অইনের পদক্ষেপে পড়তে চলেছে এই দুই জুটি!